About Our BSIT
BSIT বৃহত্তর বরিশালের একটি সুনামধন্য কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান। বরিশাল শহরে ২০০৮ সালে BSIT এর যাত্রা শুরু হয়। BSIT বাংলাদেশ কারিগরি র্বোড কর্তৃক অনুমোদিত একটি কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশ কারিগরি বোর্ডের অধিনে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উর্ত্তীণ হওয়ার পর বাংলাদেশ কারিগরি র্বোড থেকে প্রাপ্ত সার্টিফিকেট প্রদান করা হয়। বর্তমানে কম্পিউটার বিষয়ে Microsoft Office, Graphics Design, Web Design, Web Development, Auto CAD, Outsourcing এর প্রশিক্ষণ দেওয়া হয়।
এছাড়াও বরিশাল শহরের সরকারি-বেসরকারি পলিটেকনিক কলেজ ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীগন চার বছর যাবৎ BSIT কম্পিউটার ট্রেনিং সেন্টারে ওয়েব সাইট ও সফটওয়্যার তৈরির উপর বাস্তব প্রশিক্ষন গ্রহন করে আসছে এবং বর্তমানেও করছে।
বর্তমানে BSIT বিভিন্ন অফলাইন এবং অনলাইন একাউন্টিং সিস্টেম সফটওয়্যার তৈরি করে আসছে। যার সাহায্যে আপনি খুব সহজে আপনার প্রতিষ্ঠানের দৈনিক , সাপ্তাহিক এবং বাৎসরিক হিসাব রাখতে পারবেন ।
এছাড়াও BSIT যে কোন ধরনের News, E-Commerce, Personal Blog এবং অন্যান্য ওয়েব সাইট তৈরি সহ সার্পোট দিয়ে আসছে। আপনি যদি আপনার কোন দোকান বা সপ এর কোন ওয়েব সাইট তৈরি করতে আগ্রহী হন , তাহলে BSIT আপনাকে দিচ্ছে সর্ব নিম্ন খরচ ওয়েব সাইট তৈরির নিশ্চয়তা । অত্র বরিশালের মধ্যে BSIT সর্ব প্রথম অধিক ওয়েব সাইট তৈরির কৃত্বত অর্জন করেছে ।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের চাহিদা মোতাবেক ডোমেইন, হোস্টিং সহ ডাইনামিক ওয়েবসাইট তৈরি বিষয়ে আমাদের প্রতিষ্ঠান দক্ষ ও অভিজ্ঞ । আমরা আপনার প্রতিষ্ঠানের ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে আগ্রহী এবং পরবর্তীতে ওয়েবসাইট জনিত যাবতীয় সমস্যার সমাধানে আমাদের প্রতিষ্ঠান বিনামূল্যে সহায়তা প্রদানে অঙ্গীকার বদ্ধ।
বর্তমানে কম্পিউটার বিষয়ে Microsoft Office, Graphics Design, Web Design, Web Development, Auto CAD, Outsourcing বিষয়ের উপর ভর্তি চলছে ।
ভর্তির জন্য এখানে ক্লিক করুন !
অথবা আমাদের সাথে যোগাযোগ করার জন্য নিচে ক্লিক করুন ।
আমাদের সাথে যোগাযোগ করুন !